নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘কন্যাদান’। কন্যাদানেই কি এক বাবার দায়িত্ব শেষ হয়ে যায়? না। আর সেই ‘না’-এর স্বপক্ষেই যুক্তি থাকবে আসন্ন এই ধারাবাহিকে।
‘কন্যাদান’ আসছে ৭ ডিসেম্বর থেকে। সম্প্রচারিত হবে সোম থেকে রবি প্রতিদিন, রাত সাড়ে ৮ টায়। এখানে এমন এক বাবাকে দেখানো হবে যে কিনা সমাজের শিখিয়ে দেওয়া বুলি আওড়ে বাবার দায় মেটায় না।
আরও পড়ুনঃ জনপ্রিয়তা বাড়লেও খটকা একটা জায়গায়
মেয়ের বিয়ে দিলেই বাবার সব দায়িত্ব শেষ তা মনে করে না গল্পের কেন্দ্রীয় চরিত্র। সে মনে করে মেয়েকে বিয়ে দেওয়ার পর আরও অনেক দায়িত্ব তাকে নিতে হয় বা নেওয়া উচিত৷ পাঁচ মা-মরা মেয়ের বাবা মেয়েদের লেখাপড়া শেখানোর পাশাপাশি শেখায় মূল্যবোধ, দায়িত্ব, প্রতিবাদী মনস্কতা, অন্যায়ের সঙ্গে আপোষ না করা।
আরও পড়ুনঃ সেকেলে মানসিকতা ভাঙতে আসছে ‘অপরাজিতা অপু’
ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অরিন্দম গাঙ্গুলি। রয়েছেন মানসী সিনহা, প্রিয়া মালাকার সহ আরও অনেকে। ‘চিত্রায়ণ’-এর ঘর থেকে আসছে ‘কন্যাদান’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584