নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মহামারি করোনা আবহে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে উদযাপিত হল কন্যাশ্রী দিবস। পতাকা নাড়িয়ে কন্যাশ্রী দিবসে একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করেন জেলা শাসক পার্থ ঘোষ। এই দিন জেলা শাসক পার্থ ঘোষ জানান, “জেলা থেকে এবার রাজ্যে ৩ জন কন্যাশ্রী পুরষ্কার পেতে চলেছে।


কিছু স্কুল ও কলেজ কে পুরষ্কৃত করা হল যারা কন্যাশ্রীতে ভালো কাজ করেছে। কন্যাশ্রীরা ভালো কাজ করছে যেমন বাল্যবিবাহ, নারী নিগ্রহে- র প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ এই সব কন্যাশ্রীদের উৎকর্ষ বাংলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত আবেদন কারীদের তালিকা প্রকাশ
” তিনি আরও জানান , “যেহেতু মহামারি ভাইরাসের কারণে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে, সেহেতু স্বাস্থ্যবিধি কে উপেক্ষা করে খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়েই আমরা এই অনুষ্ঠান করলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584