নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের শেরার শিরোপা আলিপুরদুয়ারের মুকুটে। এর আগে ১০০ দিনের জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে উত্তরবঙ্গে সেরা হয়েছিল আলিপুরদুয়ার। এবার কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজ করার জন্য রাজ্য সেরা হল আলিপুরদুয়ার জেলা। শুক্রবার কলকাতার রবীন্দ্রসদনে রাজ্য স্তরের কন্যাশ্রী দিবস পালন করা হয়।
সেখানেই গোটা রাজ্যে আলিপুরদুয়ার জেলাকে সেরার শিরোপায় ভূষিত করা হয়। রাজ্য সরকারের এই প্রকল্প গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করেছিল রাষ্ট্র সঙ্ঘও।
সেই প্রকল্পে গোটা রাজ্যে নতুন জেলা আলিপুরদুয়ার চমক দেখানোয় স্বভাবতই খুশি জেলা প্রশাসনের কর্তারা। আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, “এই কৃতিত্ব সকলের। এসডিও, বিডিওরা সকলে মিলে দারুণ কাজ করেছেন।
আরও পড়ুনঃ ক্ষুদ্রতম ভারতের ম্যাপ এঁকে আন্তর্জাতিক স্বীকৃতি স্নেহার
জেলা থেকে ব্লক স্তরের আধিকারিক, কর্মী সকলের প্রচেষ্টায় আমরা ভালো কাজ করতে পেরেছি। আমি খুশি।” এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584