সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক হয়ে গেলেও কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা ওই ছাত্রীর বিয়ে আটকে দিল।বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনন্যা। কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।কেন অনুপস্থিত তারা খোঁজ নিয়ে কন্যাশ্রী ক্লাব জানতে পারে তাদের বন্ধুর বিয়ে ঠিক হয়ে গেছে। কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা চাইল্ড লাইনে বিষয়টি জানায়।শিক্ষিকা অপরাজিতা কোনার বলেন , চাইল্ড লাইনের পক্ষ থেকে যে ওয়ার্কশপ করা হয়েছিল তাতে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের শেখানো হয় কোন ছাত্রী স্কুলে না এলে খোঁজখবর নেওয়ার জন্য।সেই মতো চলতেই এই সাফল্য।জানা যায়, ওই ছাত্রী পড়াশোনা করতে চেয়েছিল। যদিও তার পরিবার বিয়ে ঠিক করেছিল। এরপর কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা তাদের পরিবারকে বোঝানোয় পরিবার সেকথা মেনে নিয়ে বিয়ে বন্ধ করে দেয়।স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা মন্ডল বলছেন, কন্যাশ্রীর মেয়েরা আমাদের নিবেদিতা কন্যা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। সচেতনতার জন্যই এই নাবালিকার বিয়ে আটকানো সম্ভব হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584