হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন কপিল দেব

0
128

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

Kapil Dev | newsfront.co
কপিল দেব। ছবিঃ আইসিসি টুইটার

হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব। শুক্রবার দুপুরে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক টিনা ঠাকরে টুইট করে কপিল দেবের অসুস্থতার খবর দেন।

টুইটে টিনা লেখেন,’ কিংবদন্তি কপিল দেব হৃদরোগে আক্রান্ত। দিল্লির এক হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।‘ শুধু দারুন অধিনায়কত্ব ও পারফরমেন্স দিয়ে দেশকে বিশ্বকাপই জেতান নি কপিল দেব। ভারতের পেস বোলিংকে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠা করেন। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ৫২৪৮ রান, নিয়েছেন ৪৩৪টি উইকেট।

এছাড়া ২২৫টি ওয়ান ডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন। একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ রান ও টেস্ট ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অনেক দিন অক্ষত ছিল । কপিল দেবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন দেশের ক্রীড়াপ্রেমীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here