অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়াতে প্রথম দিন রাতের টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরতে চলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার অনুপস্থিতিতে বাকি তিন টেস্টে অধিনায়কের ভার সামলাবেন অজিঙ্ক রাহানে।
বাবা হওয়ার মুহূর্তে স্ত্রী অনুষ্কার পাশে থাকতেই বিরাট দেশে ফিরার সিদ্ধান্ত নেন।কোহলির এই পিতৃত্বকালীন ছুটি নিয়েই এবার মুখ খুললেন ভারতকে প্রথমবার বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক কপিল দেব, তিনি যে এই সিদ্ধান্ত সমর্থন করছেন না সেটা কিন্তু বুঝিয়ে দিলেন।
আরও পড়ুনঃ আইসিসি’র আজব নিয়মে এক থেকে দুই নম্বরে টিম কোহলি
কপিল বলেন, “যখন খেলতেন সুনীল গাভাসকর বহুদিন অবধি তাঁর ছেলে রোহনকে দেখতে পায়নি কারণ সে ট্যুরে ছিল। প্রথম সন্তানের জন্মের সময় ট্যুর থাকায় আমিও তাঁর মুখ দেখতে পারিনি। কিন্তু এখন সময় বদলাচ্ছে। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটাররা পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। এটা সম্পূর্ণ সমর্থনযোগ্য। ক্রিকেটারদের পরিবারের কথা ভেবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা যার যা মতামত এটা নিয়ে আমি কিছু বলতে চাই না।“
আরও পড়ুনঃ কিবুকে হারিয়ে আইএসএল অভিযান শুরু হাবাসের
একই সঙ্গে তিনবার আইপিএল জেতা রোহিত শর্মাকে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে সেই বিষয়ে কপিল বলেন, “ভারতীয় ক্রিকেটের যা সংস্কৃতি তাতে অধিনায়কত্ব ভাগ করে চালানো সম্ভব নয়। অনেক অসুবিধা হয় একটা কোম্পানিতে কি কখনও দুজনে সিইও কাজ করেন। করে না। তাই ভারতীয় ক্রিকেটেও নেতৃত্বে ভাগাভাগি সম্ভব না। এটা মানতে হবে।“
আরও পড়ুনঃ বাবা হলেন এ বি
এরপর হরিয়ানা হ্যারিকেন বলেন, “তিন ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দলে সাত থেকে আট জন ক্রিকেটার একই থাকেন। এরপর ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন অধিনায়ক হলে, ক্রিকেটারদের পক্ষে ভিন্ন অধিনায়কের ভিন্ন থিওরি মেনে খেলাটা কঠিন হয়ে যাবে। দু’জন অধিনায়ক হয়ে গেলে ক্রিকেটারাই ধন্দে পরবেন।
রোহিত বিরাটকে মতামত দেবে এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো যে অধিনায়ক হওয়ার জন্য সহ অধিনায়ক এতটা দাবিদার। আর আমি রোহিতের অধিনায়কত্বকে ছোট করছি না তবুও আইপিএল জেতার যদি কথা বলেন তাহলে দেখুন রোহিতের টিম কত ভালো আর বিরাটের টিমও দেখুন একটা অধিনায়ক ততটা ভালো যতটা তার টিম ভালো।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584