লকডাউনের জেরে বন্ধ রেল ও ফেরি পরিষেবা, গৃহবন্দি সাধারন মানুষ

0
235

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

করোনা ভাইরাসের জেরে লক ডাউন । আজ সোমবার থেকে এই লকডাউন হওয়ার ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল কপিল মুনির মন্দির। গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাট, কাকদ্বীপের ২ নম্বর ঘাটের ভেসেল পরিষেবা সরকারি ভাবে ‌বিকাল ৫টা থেকে বন্ধ থাকার কথা হলেও সকাল থেকেই সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গেছে।

lockdown | newsfront.co
লকডাউনের কড়া বিজ্ঞপ্তি। নিজস্ব চিত্র

এছাড়া দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ সুন্দরবনের বিভিন্ন ফেরিঘাট সার্ভিসগুলো সম্পূর্ণভাবে সকাল থেকে বন্ধ। লক্ষ্য করা গেছে, বেশ কিছু জায়গায় হাট বাজার বসেছে ঠিকই। কিন্তু তেমন একটা লোকজন নেই। এর পাশাপাশি বজবজে যে জুট মিলগুলো রয়েছে, হাতেগোনা কয়েকটি মাত্র খোলা । তবে আজকে থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

Kapilmunir Ashram | newsfront.co
বন্ধ কপিলমুনির মন্দির। নিজস্ব চিত্র

পরিষেবা সেটা কিন্তু আজকে, অন্যান্য দিনের তুলনায় অনেক কম। বড় যান তেমন একটা দেখা নেই। যে কটা চলছে বাস-অটোরিকশা সেগুলো ভিড়ে ঠাসা। প্রশাসন কিন্তু অনেকটাই কঠোর।

আরও পড়ুনঃ কুর্নিশে কানেতালা, আওয়াজে নাজেহাল আমজনতা

বাড়ি থেকে লোক তেমন একটা দেখা যাচ্ছেনা। ট্রেন চলাচল বন্ধ ডায়মণ্ড হারবার- শিয়ালদা, শিয়ালদা-নামখানা, শিয়ালদহ- লক্ষীকান্তপুর এবং শিয়ালদা পাশাপাশি অন্যান্য যে সমস্ত শাখাগুলো রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here