নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার সকাল থেকেই মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সংলগ্ন গেরগেন্ডা নদীতে চলছে করম বিসর্জনের পালা। ব্লকের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পূজা কমিটি বিসর্জনে সামিল হয়ে নিজস্ব প্রথা মেনে দেবতা রূপী করম গাছের ডাল সহ অনান্য পূজা সামগ্রী নদীর জলে বিসর্জন দেন।
পাশাপাশি মাদলের তালে চলে আদিবাসী রমনীদের নাচ গান। এছাড়া বিসর্জনকে কেন্দ্র করে একটি মেলা বসেছে।ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রকমারি সামগ্রী নিয়ে দোকানিরা পসার খুলে বসেছে।
মেলার আয়োজন করে আদিবাসি বিকাশ পরিষদ।রাজি পাড়হা সরনা প্রার্থনা সভা ভারত মহাসচিব ভগবান দাস মুন্ডা বলেন প্রায় মেলাতে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হবে এবং একশোটির বেশি পুজা কমিটি করম বিসর্জন দেবে।
আরও পড়ুনঃ নবদ্বীপধাম রেল স্টেশন স্বচ্ছতা অভিযান
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584