কোভিড সতর্কতা মেনে পালিত হল করম পুজো

0
33

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিলেও এখনও কেড়ে নিতে পারেনি আদিবাসী সমাজের করম পুজো। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের পবিত্র উৎসব করম পুজাে অনুষ্ঠিত হয়ে থাকে।

Karam pujo | newsfront.co
পুজোর আয়োজন। নিজস্ব চিত্র

আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রায় সারারাত ব্যাপী নাচে গানে করম উৎসব পালন করে থাকেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় বদলপুর করম পুজাে কমিটির পক্ষ থেকেও মহাসমারোহে পালন করা হয়ে থাকে করম পুজাে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ বদলপুর এলাকার এই করম পুজাে অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।

Festive | newsfront.co
পুজো ঘিরে উৎসব। নিজস্ব চিত্র

কিন্তু অন্যান্য বছরের সাথে এই বছরের পার্থক্য রয়েছে অনেকটাই। করোনা সংকটের জেরে পৃথিবী জুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে সামাজিক দূরত্ব মেনে। সেইমতো বালুরঘাট ব্লকের বদলপুর অঞ্চলের করম পুজাে এবার অনুষ্ঠিত হল সম্পূর্ণ কোভিড স্বাস্থ্যবিধি মেনে।

আরও পড়ুনঃ এনআইএ-র জেরা শেষে রাতে করম পুজোয় মাতলেন ছত্রধর

এই বছর এই করম পুজাের অনুষ্ঠান শুধু নিয়ম পালনের উদ্দেশ্যে নামমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে পালন করা হয়। এই বছর এই করম পুজো কমিটির পক্ষ থেকে উদ্যোক্তা ও ভক্তরা সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনে, কোভিড স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান সহ বিভিন্ন সর্তকতা সহ পালন করে এই করম পুজোর অনুষ্ঠান।

আরও পড়ুনঃ যোগাসন অলিম্পিকে স্থান অর্জনকারীকে সংবর্ধনা বালুরঘাটে

উদ্যোক্তাদের আশা আগামী বছর করোনা পরিস্থিতি মিটে গেলে উদ্যোক্তারা পুনরায় পূর্বের মত মহাসমারোহে এই করম পুজাে উৎসব পালন করবেন। যদিও এই করম পুজাে উৎসব কমিটির পক্ষ থেকে কোভিড সতর্কতা মেনে সারারাত ব্যাপী নাচে-গানে পালন করা হয় এই করম পুজাের অনুষ্ঠান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here