নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ঘরের ফেরার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানালেন করণদিঘির প্রায় সাড়ে ৩০০ শ্রমিক। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে আটকে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকরা। এখন কোনভাবে বাড়ি ফিরতে পারছেন না। তাই নিরুপায় হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন তারা।
পশ্চিমবঙ্গের তুলনায় ভিনরাজ্যে কাজের সুযোগ ও মজুরি দুটোই অনেকটা বেশি। ফলে দলে দলে শ্রমিক সারা বছর কাজের জন্য বিভিন্ন রাজ্যে পাড়ি দেন। এতদিন পরিযায়ী শ্রমিকদের নিয়ে তেমন কোনও সমস্যা ছিল না। কিন্তু করোনা ভাইরাসের কোপে দেশজুড়ে লকডাউনের ফলে তাঁরা বর্তমানে চরম সমস্যার সম্মুখীন।
আরও পড়ুনঃ প্রসূতি-সহ সদ্যোজাতের মৃত্যু, ভাঙচুর হাসপাতালে
ভিনরাজ্যে আটকে থাকা এই শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে নবান্ন। বেঙ্গালুরুতে এই মুহূর্তে আটকে আছে উত্তর দিনাজপুরের করণদিঘির প্রায় সাড়ে তিনশো শ্রমিক। গোয়ালপোখরের বিধায়ক তথা শ্রম মন্ত্রী গোলাম রব্বানি জানান, ‘পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা রাজ্য সরকার করছে। কন্ট্রোলরুমে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করানোর পরে তাদের ফিরিয়ে আনা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584