জঙ্গলমহলের ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন

0
144

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সেইশিংকাই সীত-রু কারাটে-ডো এ্যাসোসিয়েশন এবং মেম্বার অফ কারাটে-ডো এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও বেঙ্গলের পরিচালনায় এবং ইন্ডিয়ান ও বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের তত্বাবধানে মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতা অনুষ্ঠিত হল আজ।

চলছে ক্যারাটে প্রতিযোগিতা। নিজস্ব চিত্র

এদিন মেদিনীপুর ক্লাব প্রাঙ্গনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া।এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি,রাজ্য ও জাতীয় স্তরের ক্যারাটে চ্যাম্পিয়ন প্রেমজিত সেন, গৌরাঙ্গ পাল সহ আন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

নিজস্ব চিত্র

মূলত জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের মধ্যে আত্মরক্ষার জন্য ক্যারাটের প্রয়োজনীতা তুলে ধরে তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।এই প্রতিযোগিতায় মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই দুই জেলার শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

বিজয়ীদের পুরস্কার প্রদান। নিজস্ব চিত্র

এখান থেকে জয়ী প্রতিযোগীদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে বলেও জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here