কালিয়াগঞ্জে ক্যারাটে প্রতিযোগিতা

0
92

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

কালিয়াগঞ্জ প্রতিবাদের উত্তরবঙ্গ ভিত্তিক ক্যারাটের “কাতার” প্রতিযোগিতায় “শিশু” বিভাগের “বালক” অনুর্ধ্ব ৮ বছর প্রতিযোগিতায় – প্রথম-সৌম্যাল্য সাবা, দ্বিতীয়-আদিত্য বর্মন এবং তৃতীয়-ওম দাস। বালিকা অনুর্ধ ৮ বৎসরে প্রথম-তন্নী শী পাল,দ্বিতীয়-তৃষা রায় এবং তৃতীয়-সন্দীপ কুন্ডু।বালক অনুর্ধ ১৬বছর-প্রথম- রাকেশ চন্দ্র এবং দ্বিতীয়-অপূর্ব রায়।বালিকা অনুর্ধ১৬ প্রথম-সুপর্ণা সেন।

নিজস্ব চিত্র

বালক ক বিভাগ অনুর্ধ্ব ১২ বছর প্রথম-উজান চ্যাটার্জি, দ্বিতীয়-প্রিয়ম চৌধরী এবং তৃতীয়-রণবীর বিশ্বাস।বালিকা ক বিভাগ অনুর্ধ-১২বৎসর–প্রথম-তনিমা দাস,দ্বিতীয়- শরণ্যা কুন্ডু এবং তৃতীয়-অনুষ্কা সরকার।বালক “খ” বিভাগ অনুর্ধ ১৬-প্রথম- সোমসিন্ধু দত্ত,দ্বিতীয়- অর্ক কুমার বাগচী এবং তৃতীয়- সৌনাভ সাহা।বালিকা ” খ ” বিভাগ অনুর্ধ ১৬ প্রথম-সায়ন্তী ঘোষ,দ্বিতীয়-সোনালী রায় এবং তৃতীয়-দেবপ্রিযা দত্ত।প্রতিবাদ ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাটের কাতার প্রতিযোগীতাকে কেন্দ্র করে ছিল ব্যাপক উন্মাদনা ছিল বলে জানালেন প্রতিবাদ ক্লাবের সম্পাদক আশীষ সাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here