তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ প্রতিবাদের উত্তরবঙ্গ ভিত্তিক ক্যারাটের “কাতার” প্রতিযোগিতায় “শিশু” বিভাগের “বালক” অনুর্ধ্ব ৮ বছর প্রতিযোগিতায় – প্রথম-সৌম্যাল্য সাবা, দ্বিতীয়-আদিত্য বর্মন এবং তৃতীয়-ওম দাস। বালিকা অনুর্ধ ৮ বৎসরে প্রথম-তন্নী শী পাল,দ্বিতীয়-তৃষা রায় এবং তৃতীয়-সন্দীপ কুন্ডু।বালক অনুর্ধ ১৬বছর-প্রথম- রাকেশ চন্দ্র এবং দ্বিতীয়-অপূর্ব রায়।বালিকা অনুর্ধ১৬ প্রথম-সুপর্ণা সেন।
বালক ক বিভাগ অনুর্ধ্ব ১২ বছর প্রথম-উজান চ্যাটার্জি, দ্বিতীয়-প্রিয়ম চৌধরী এবং তৃতীয়-রণবীর বিশ্বাস।বালিকা ক বিভাগ অনুর্ধ-১২বৎসর–প্রথম-তনিমা দাস,দ্বিতীয়- শরণ্যা কুন্ডু এবং তৃতীয়-অনুষ্কা সরকার।বালক “খ” বিভাগ অনুর্ধ ১৬-প্রথম- সোমসিন্ধু দত্ত,দ্বিতীয়- অর্ক কুমার বাগচী এবং তৃতীয়- সৌনাভ সাহা।বালিকা ” খ ” বিভাগ অনুর্ধ ১৬ প্রথম-সায়ন্তী ঘোষ,দ্বিতীয়-সোনালী রায় এবং তৃতীয়-দেবপ্রিযা দত্ত।প্রতিবাদ ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাটের কাতার প্রতিযোগীতাকে কেন্দ্র করে ছিল ব্যাপক উন্মাদনা ছিল বলে জানালেন প্রতিবাদ ক্লাবের সম্পাদক আশীষ সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584