নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

গোটা দেশে নজীর তৈরি করল আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বেলজিয়াম শেফার্ড প্রজাতির কুকুর ‘করিম’।গোটা দেশে বন দফতরের সব পোষা কুকুরদের মধ্যে র্যাংকিংয়ে সেরা হয়েছে এই বেলজিয়াম শেফার্ড।
ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্কের (ট্রাফিক) বিচারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এই কুকুর ২০১৮ সালের কাজের ভিত্তিতে সেরা হয়েছে।

জানা গেছে,করিমের বর্তমান বয়স ২ বছর ১০ মাস।মাত্র ১ বছর দুই মাস বয়সে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কাজে যোগ দিয়েছিল সে।
এক বছর আট মাসেই গোটা দেশে নিজেকে সেরা প্রমানিত করেছে করিম।মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ‘ন্যাশনাল সেন্টার ফর ডগ ট্রেইনিং’ এ কাজে যোগ দেওয়ার আগে ছয় মাসের বিশেষ প্রশিক্ষন নিয়েছিল করিম।

ট্রাফিক অর্থাৎ ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্কের পক্ষ থেকেই তাকে প্রশিক্ষন দেওয়া হয়।বন্য জন্তুর দেহাংশ খুজতে এবং চোরা শিকারি ধরতে বিশেষভাবে প্রশিক্ষিত এই করিম।বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা করিমের এই সফলতায় খুশি।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, “করিমের এই সফলতায় আমরা খুব খুশি।বর্তমানে করিম মূলত বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের জঙ্গল পাহাড়া দেওয়া সহ নানান কাজ করেন।
বন্য জন্তুর দেহাংশ খোঁজা বা চোরা শিকারি ধরতে করিমের জুরি মেলা খুব শক্ত।বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের আরও একটি প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়েছে।”
উল্লেখ্য, ভৌগলিক দিক থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল অত্যন্ত গুরুত্বপুর্ন। অসম বাংলা ভুটান সীমান্ত ঘেষা এই জঙ্গলে চোরা শিকারিদের আনাগোনার নজীর বিভিন্ন সময় পাওয়া গেছে।কাছেই গন্ডারের আবাসস্থল জলদাপাড়া ও গরুমারার জঙ্গল অবস্থিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584