গ্ল্যামার গার্ল করিনা কখনো মন দিয়েছিলেন রাহুলকে

0
108

পিয়া গুপ্তা, ডেস্কঃ

একসময় কংগ্রেসের এই নেতাকে খুব  পছন্দ ছিল ‘বেবো’ র মানে করিনা কাপুরের ।এই রাজনীতিবিদের  প্রেমে নাকি   রীতিমত হাবুডুবু খেতেন তিনি । আর যদি বলি  সেই ব্যক্তি অন্য কেউ নয়  খোদ বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হয় ,তাহলে! শুনে চমকে গেলেন ? তবে এটা একাবারেই  সত্যি । সাংবাদিক রশিদ কিদওয়াই এর লেখা ‘নেতা অভিনেতা’ নামে একটি বইতে উঠে এসেছে এই  সম্পর্কে নানান তথ্য।

ছবিঃ প্রতিবেদক

শুধু রশিদ কিদওয়াইয়ের লেখা বইতেই নয়, ২০০২ সালে সিমি গারেওয়ালের একটি শোতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন করিনা। যদিও বিষয়টি নিয়ে যাতে কোনওরকম বিতর্ক তৈরি না হয় সেবিষয়েও শেষে আর মুখ খোলেননি করিনা কাপুর।রাহুল গান্ধীও এতটাই করিনা কে পছন্দ করতেন যে তার যেকোন ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতেন। একথাও প্রকাশ্যে এনেছেন সাংবাদিক রশিদ কিদওয়াই। তার বই যে করিনা ও রাহুলের প্রেমের বহু তথ্য তিনি উল্লেখ করেছেন।যদিও রাহুল বা করিনা কেউ সরাসরি এই ব্যাপারে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ স্যাটেলাইট ফোন সহ গ্রেফতার ইজরায়েল নাগরিক বাগডোগড়া বিমানবন্দরে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here