খণ্ডঘোষে গড়ে উঠছে কর্মতীর্থ

0
88

শ্যামল রায়,বর্ধমানঃ

কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে কর্মতীর্থ গড়া হবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।সদরঘাটে কৃষক সেতুর কাছে পলেমপুর তিনতলা বিশিষ্ট আধুনিক মানের এই মার্কেট কমপ্লেক্স করার কাজ হাতে নেওয়া হয়েছে বলে খবর।মার্কেটটি তৈরি হলে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় ব্যবসা ক্ষেত্রে অনেকটাই উন্নত হয়ে উঠবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।অন্যদিকে সদর ঘাটে যানজট অনেকটা কমে যাবে।খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমলকান্তি তলাপাত্র জানিয়েছেন যে, প্রাথমিকভাবে করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে এবং তারপরে নির্মাণ প্রক্রিয়া কাজ শুরু হয়ে যাবে। আনুমানিক প্রায় পঞ্চাশটি ঘর নির্মাণ করা হবে কমপ্লেক্সে।
বিভিন্ন ধরনের দোকানঘর ছাড়াও ব্যাংকের শাখা থাকবে তৃতীয় তলায় কম খরচে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হবে বলেও জানা গেছে।কর্ম তীর্থের জন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি ৯১লক্ষ টাকা।
অর্থনৈতিকভাবে যাদের অবস্থা ভাল নয় তারা এখানে ঘর পাওয়ার জন্য আবেদন করলে তাদের আগে সুযোগ দেওয়া হবে।এছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা আবেদন করলে তারা যাতে ঘর পেতে পারেন সে ব্যাপারে প্রশাসনিক স্তরে উদ্যোগ গ্রহণ করা হবে।আরামবাগ রোডে হুগলি বাঁকুড়া মেদিনীপুর জেলায় বিভিন্ন রুটের বাস চলাচল করে তেমনি বালির লড়ি ও এখান দিয়ে যায় দিনভর গাড়ি চাপা লেগেই থাকে তাই আরামবাগ রোডের ধারে সবজি নিয়ে যারা বসছেন সেই সব ব্যাপারে প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে তাদের জন্য।
খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি বাসবী রায়  জানিয়েছেন যে অনেকদিন ধরেই আমাদের দাবী ছিল এরকম একটি কর্মতীর্থ করার।সরকার এই কাজটির অনুমোদন দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ালেন ধন্যবাদ জানাতেই হয়। কর্মতীর্থটি তৈরি হলে মানুষ নানা ভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে আহত ৩০

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here