নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট বাসগাও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটকিতে ‘কর্মতীর্থ হাট’ উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক এস. পুন্নবলাম,ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ,শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক,ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির সহ অনেকেই। এদিন প্রথমে মন্ত্রী ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে ‘কর্মতীর্থ হাট’ -এর উদ্বোধন করেন। এরপর যারা ওই হাটের স্টল নিয়েছে তাদের হাতে নথিপত্র তুলে দেন। এবং গোটা হাটটি ঘুরে দেখেন মন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন যে, “আজকে এই কর্মতীর্থ হাটটি উদ্বোধন হল। এবং এই হাটটি আমাদের দার্জিলিং জেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত। আমরা কর্মের বিকাশ এবং কর্মের সংস্থানের লক্ষ্যে এই কাজগুলো করলাম। এদিন থেকে শুভ যাত্রা শুরু হল।
আরও পড়ুনঃ ক্ষুদিরাম শহীদ দিবস স্মরণে টুইটে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
তারা ভাল করে দোকান পাট গুলো পরিচালনা করবে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের অর্থ বরাদ্দে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এটি গড়ে উঠেছে।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে “আগামীকাল নকশালবাড়িতে অনেকগুলো সরকারি প্রকল্পের উদ্বোধন আছে, তা আমরা করব।” অপরদিকে জানা গিয়েছে ‘কর্মতীর্থ হাট’ টিতে মোট ২২টি স্টল রয়েছে।
যার মধ্যে ১৭টি নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবং যারা নিয়েছেন তাদের প্রথমে ২৫০০০ টাকা করে দিতে হয়েছে। এরপর প্রতি মাসে ৫০০ টাকা করে দিতে হবে। এবং সেই টাকা আগামীদিনে ওই কর্মতীর্থ হাটের উন্নয়নেই কাজেই লাগানো হবে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584