শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের এক জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজ্য বিধানসভায় ধর্ষণ নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। দেশের বিভিন্ন অনলাইন পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের বিধায়ক কে আর রমেশ কুমার ওই আপত্তিকর মন্তব্য করেন। বিধানসভায় রমেশ কুমার অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণের তুলনা করেন।
রমেশ কুমার কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার। তাঁকে বলতে শোনা যায়, ‘একটা কথা আছে যে যখন ধর্ষণ অনিবার্য, তখন তা উপভোগ করুন।’
কর্ণাটকে নারীর বিরুদ্ধে অপরাধের হার বেশি। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত রাজ্যে ১ হাজার ১৬৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত আগস্টে কর্ণাটকের মাইসোরের ললিথাদ্রিপুরায় একটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ মেয়েদের নূন্যতম বিয়ের বয়সে পরিবর্তন! ১৮ বছরের বদলে করা হচ্ছে ২১ বছর
দলবদ্ধ ধর্ষণের ঘটনাটির পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র তীব্র সমালোচনা মুখে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ভুক্তভোগী নারী ও তাঁর পুরুষ বন্ধুর নির্জন স্থানে যাওয়া উচিত হয়নি। আরাগা জ্ঞানেন্দ্র আরও বলেছিলেন, ধর্ষণের ঘটনা ঘটেছে মাইসেরে। আর এখানে বিরোধী কংগ্রেস তাঁকে ধর্ষণের চেষ্টা করছে। এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কংগ্রেস। এমন মন্তব্যে তুমুল সমালোচনার পর মন্ত্রী তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584