বিজেপি মন্ত্রীর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি আদালতের

0
122

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ছয় বিজেপি মন্ত্রীর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত কোনরকম সংবাদ প্রচার করা যাবে না, ৬৮ টি সংবাদমাধ্যমকে নির্দেশ কর্ণাটক আদালতের। অ্যাডিশনাল সিটি সিভিল ও সেশন জাজ আব্দুল রহিমান এ নন্দগড়ি এক্স পার্টি, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন ৬৮টি সংবাদ মাধ্যমের ওপর। রায়ে বলা হয়েছে ছয় বিজেপি মন্ত্রীর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত সংবাদ প্রচার করতে পারবে না ওই ৬৮ টি সংবাদ মাধ্যম।

Ramesh Jarkiholi | newsfront.co

রায়ে আরও বলা হয়েছে যে সংবাদমাধ্যমগুলি এই বিষয়ে শুধুমাত্র এমন তথ্যই সম্প্রচার করতে পারবে যেগুলির যথেষ্ট প্রমান রয়েছে। বি বাসবরাজ, ডঃ কে সুধাকর, শিবম হেব্বার, এইচ টি সোমশেখর এবং কেসি নারায়ণ ইয়েদুরাপ্পা সরকারের এই ছয় মন্ত্রী আদালতে আবেদন জানান যাতে সংবাদমাধ্যমগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।

আরও পড়ুনঃ শীর্ষে হরিয়ানা, ফেব্রুয়ারিতে দেশে বেকারত্ব বৃদ্ধি ৬.৯শতাংশঃ সিএমআইই রিপোর্ট

ইয়েদুরাপ্পা সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ জারকিহলির একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যাচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। পরিস্থিতি এমন জটিল হয় যে তিনি পদত্যাগ করতে বাধ্য করতে বাধ্য হন। এমনকি আরও ছয় মন্ত্রী দ্বারস্থ হন আদালতের।

আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত ১২২জন সিমি সদস্যকে মুক্তি দিল আদালত

৬৮ টি সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে দৈনিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা , মাসিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল এমনকি সোশ্যাল মিডিয়াকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগানি ১৮ মার্চ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here