নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সমালোচনায় সিদ্ধান্ত বদল কর্ণাটক সরকারের। পূর্বে তারা সিদ্ধান্ত নিয়েছিল ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য স্পেশাল ট্রেনের প্রয়োজন নেই তাদের।
বিহার,উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা স্পেশাল ট্রেন মারফত ইতিমধ্যে ফিরতে শুরু করেছে গত শুক্রবার থেকে। কিন্তু কর্ণাটক সরকার এই স্পেশাল ট্রেন বাতিলের জন্য কেন্দ্রীয় রেলকে জানায়। যদিও তখন ইয়েদুরাপ্পার সরকারের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছিল প্রদেশ বিজেপি নেতৃত্ব।
Govt of Karnataka has written to Jharkhand, Odisha, Bihar, Madhya Pradesh, Uttar Pradesh, Manipur, Tripura, West Bengal and Rajasthan Governments seeking their consent to operate trains to their states from 8 to 15 May for transportation of people stranded in Karnataka. #COVID19 pic.twitter.com/9IugwcFdZH
— ANI (@ANI) May 7, 2020
তীব্র বিরোধিতা করেছিল কর্ণাটক রাজ্যের প্রধান বিরোধী কংগ্রেস।আর এবার সমালোচনার মধ্যে পড়ে তাদের সিদ্ধান্ত বদল করেছে কর্ণাটক সরকার।
এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বরাজ্যে ফেরাতে উদ্যোগী তারা । জানা গেছে আগামীকাল শুক্রবার ৮ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্যে আটকে থাকা সে রাজ্যের শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যে ৯ টি রাজ্যে চিঠি পাঠিয়েছে কর্ণাটক সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584