নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কর্ণাটকের গুরুত্বপূর্ণ মন্ত্রী দিল্লি পৌঁছলেন, ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রীত্ব ত্যাগ কি শুধুই সময়ের অপেক্ষা? কর্ণাটকের খনি মন্ত্রী মুরুগেশ নিরানি রবিবার দিল্লি পৌঁছনোর পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
মুরুগেশ নিরানিও ইয়েদুরাপ্পার মতোই লিংগায়েত সম্প্রদায়ের এবং মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্য ব্যক্তি। যদিও বিজেপি সূত্রে খবর মুরুগেশ দিল্লি গিয়েছেন শুধুই দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। অন্যদিকে এই বিষয় নিয়ে ধোঁয়াশায় রাখছেন ইয়েদুরাপ্পাও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইয়েদুরাপ্পা জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ীই সিদ্ধান্ত নেবেন তিনি। তবে এও আভাস দিয়েছেন বিএস যে সন্ধ্যের মধ্যে সবটাই স্পষ্ট করা হবে দলের পক্ষ থেকে। উল্লেখ্য, ২০২৩ সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচন, ইয়েদুরাপ্পা এদিন বলেন,” ২০২৩ সালে বিজেপিকে আবার কর্ণাটকে ক্ষমতায় আনার প্রস্তুতি এখন থেকেই চলবে।”
আরও পড়ুনঃ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি দলের প্রতি হতাশ? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা
উল্লেখ্য, নিরানি ছাড়াও কর্ণাটকের মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সিটি রাভি, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাই বোম্মাই ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। অন্যদিকে রবিবার দিনভর বীরশৈব- লিংগায়েত সম্প্রদায়ের ৫০০ জনের ওপর মানুষ কর্ণাটকের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখিয়েছেন ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদে রাখার দাবিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584