অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কাঁকুড়গাছিতে স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগের পঞ্চমবর্ষ অনুষ্ঠিত হলো ২৩ জানুয়ারী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে। সপ্নার বাগান স্পোর্টিং ক্লাবে খেলা হল এই ওয়ান ডে টুর্নামেন্টটি।
এস.বি.পি.এল- ৬০-৪০ টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়ের বয়স ছিল ৪০ বছরের ঊর্ধ্বে এবং ৬০ বছরের নিম্নে। প্রধানত খেলোয়াড়দের বয়সই ছিল এই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ।
আইবিপিএল ধাঁচে তৈরি এই প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে মোট ৮ টি টিম। যার মধ্যে “সান্দ সুপার কিংস” এবং “তোর্সায়ে-বর্ষা” উত্তীর্ণ হয়েছিল ফাইনালের জন্য । এই প্রিমিয়ার লিগে “ম্যান অফ দ্যা ম্যাচ”-এর ট্রফি জিতে নিয়েছেন “সান্দ সুপার কিংস” -এর অজয় সিং এবং “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” এর ট্রফি জিতে নিয়েছেন “তোর্সায়ে বর্ষা” এর অর্জুন জয়সওয়াল।
আরও পড়ুনঃ ভারতকে হারালে সেটা অ্যাসেজের থেকে বড় নজির হবেঃ সোয়ান
উপস্থিত ছিলেন- প্রাক্তন ভারতীয় স্পিনার কার্সান ঘাভরি, রঞ্জি জয়ী বাংলা অধিনায়ক সম্বরণ বন্দোপাধ্যায়, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে। অনুষ্ঠানের মুখ কার্সান ঘাভরি জানান, এমন ধরণের টুর্নামেন্টে আসতে পেরে তিনি আনন্দিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584