পাকিস্তানে ২ শিখ হত্যাকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজের

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তর-পশ্চিম পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখওয়া প্রদেশে রবিবার ৪২ বছর শলজিৎ সিং ও ৩৮ বছর বয়সী রণজিৎ সিং-কে গুলি করে খুন করে আততায়ীরা। এই ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট খোরাসান।

ছবিঃ হিন্দুস্থান টাইমস

আরও পড়ুনঃ কিশোরের যৌনাঙ্গ স্পর্শ করা ও ঠোঁটে চুমু খাওয়া অস্বাভাবিক যৌনতা নয়ঃ আদালত

এই ঘটনায় দ্রুত উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই হত্যাকান্ডের পিছনে যারা রয়েছে কোনভাবেই ছাড়া হবে না তাদের। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি,  খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান পুলিশকে নির্দেশ দিয়েছেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডকে তিনি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। নিহতদের পরিবারকে ন্যায় বিচার দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ কাজে ঢিলেমির অভিযোগে একদিনে ১৯ জন রেল কর্মীকে বাধ্যতামূলক অবসর

এই হত্যাকান্ডে গভীর উদ্বেগ করেছে ভারত।  এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। আমরা পাকিস্তান সরকারের কাছে আমাদের বক্তব্য তুলে ধরেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আন্তরিকতার সাথে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। আমরা আশা করি, পাক সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করবে।’

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here