প্রশাসকের দায়িত্বে কালিয়াগঞ্জে ফিরলেন কার্তিক পাল

0
48

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মেয়াদ ফুরোতেই কালিয়াগঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান কার্তিক পালকেই প্রশাসক হিসেবে নিয়োগ করল রাজ্য। বৃহস্পতিবার বিকেলেই এই সংক্রান্ত নির্দেশিকা পৌঁছয় বলে পুরসভা সুত্রে জানা গিয়েছে। বস্তুত, গত ২০১৫ সালের এপ্রিল মাসে নির্বাচনে ১৫টি আসনে জয়ী হয়ে পুরবোর্ডের ক্ষমতা যায় কংগ্রেসের দখলে। আর একটি করে আসন পায় সিপিএম ও বিজেপি।

leaders | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর ২০১৬ সালের ২১শে জুলাই কংগ্রেস ছেড়ে ১৩জন তৃণমূলে যোগদান করলে কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে যায়। তবে কংগ্রেসে থাকা প্রাক্তন পুরপ্রধান ১৫নং ওয়ার্ড থেকে নির্বাচিত কংগ্রেসের অরুন দে সরকার, ১২নং ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের গদাধর বর্মন এবং ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের রামপ্রসাদ শিকদারের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ আমফানকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষনার দাবি জানালেন সেলিম

এদিকে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূল বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু করোনা ভাইরাসের তান্ডবে দেশজুড়ে লকডাউন চলায় নিয়ম মেনে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই পুরসভায় প্রশাসক নিয়োগ করে রাজ্য।

এদিন বিদায়ী পুরপ্রধান তথা নব নিযুক্ত প্রশাসক কার্তিক পাল বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানো পথে যেভাবে এতদিন উন্নয়নের কাজ করেছি, ঠিক সেভাবেই প্রশাসক হিসেবেও কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নই হবে আমাদের লক্ষ্য। আগামীতে প্রশাসনের নির্দেশ অনুযায়ী পুরসভার কাজ হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here