নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বীরেন্দ্র সেহবাগের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শতরান রয়েছে ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ারের। তবুও ভারতীয় টেস্টের নিয়মিত সুযোগ হয় না তার। তবুও তিনি ফাইটার, করোনাকেও হারিয়েছেন।

করোনা যুদ্ধে জয়ী কর্ণাটকের এই ব্যাটসম্যান। এবার লক্ষ আইপিএল কিংস ইলেভেন পঞ্জাব দলের মিডল অর্ডারের ভরসা তিনি। গত মাসে কোভিড-১৯-এর উপসর্গ থাকায় পরীক্ষা করলে তার পজিটিভ আসে।
Time to get back to work!
Stronger every day.#IPL2020 #KingsXIPunjab pic.twitter.com/7D7qUOEtsw— Karun Nair (@karun126) August 10, 2020
তবে এখন তিনি সুস্থ। তার গত সপ্তাহের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। সুস্থ হয়ে গেলেও আইপিএলে যোগ দিতে হলে বোর্ডের নিয়ম মেনে তাঁকে আরও তিনবার করোনা পরীক্ষা করাতে হবে। তিনবারের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তিনি আমির শাহী যেতে পারবেন তিনি।
আরও পড়ুনঃ সিএসকে ক্যাম্পে নেই জাদেজা

আগামী ২০ অগস্ট কিংস ইলেভেন পঞ্জাব দেশ ছাড়বে। এদিন ঘরে নিজের জিম করা ও ঘরে সময় কাটানোর ছবি সোশ্যাল নেটওয়ার্কে দিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584