কাঁসাই কবিতা উৎসব-২০২২

0
101

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ   

নাব্যস্রোত পত্রিকা গোষ্ঠী এবং মেদিনীপুর এডুকেশন এন্ড সার্ভিস সোসাইটির  উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের  ল’ কলেজে অনুষ্ঠিত হলো  কাঁসাই কবিতা উৎসব-২০২২। জলে কাগজের নৌকা ভাসিয়ে এই উৎসবের  সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায়।উপস্থিত ছিলেন নাব্য স্রোত পত্রিকা গোষ্ঠীর সভাপতি সুধীন্দ্রনাথ বাগ,সম্পাদক ড. ইয়াসিন খান, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক দেবনারায়ণ মোদক, বিশিষ্ট কবি বিপ্লব মাজী, সমাজকর্মী ও লেখিকা রোশনারা খান, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকা সম্পাদক, প্রকাশকগণ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় শতাধিক কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিকগণ l  বিশিষ্ট অধ্যাপক ও নাব্যস্রোত পত্রিকা গোষ্ঠীর সভাপতি সুধীন্দ্রনাথ বাগ বলেন “শিল্প সংস্কৃতি জগতে যাতে নতুন নতুন প্রতিভার বিকাশ হয় এবং যে সমস্ত পত্রিকা গোষ্ঠীগুলি যারা বিভিন্ন লেখনীর মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছে তাদের উৎসাহ প্রদান করা “।

নিজস্ব চিত্র

এদিন প্রকাশিত হয় একাধিক গ্রন্থ ও পত্রিকা। প্রকাশিত হড় পত্রিকা কাঁসাই ও বাঘুই পত্রিকা। এদিন নাব্যস্রোত গোষ্ঠীর যে গ্রন্থ গুলি প্রকাশিত হয় সেগুলি হলো ভারতের গ্রামীণ সমাজ ও রাজনীতি, দ্যা ন্যারকোটিক ড্রাগস এন্ড ফিজিওট্রপিক সাবসটেন্স অ্যাক্ট-১৯৮৫, ভারত ছাড়ো আন্দোলন, রাজনৈতিক সমাজ তত্ব ও বাস্তব, পরিচয়-পহচান- আইডেন্টিটি, রোমাঞ্চিত হৃদয়, ইত্যাদি। নাব্যস্রোত পত্রিকার পক্ষ থেকে গুনীজনদের সম্মান প্রদান করা হয়।”নাব্যস্রোত  আলোক সম্মান” প্রদান করা হয় মেদিনীপুর পৌরসভার পৌরপিতা ও বিশিষ্ট সমাজসেবী সৌমেন খান কে। নাব্যস্রোত সৃজন সম্মান প্রদান করা হয় প্রাক্তন অধ্যাপিকা ড.অন্নপূর্ণা চট্টোপাধ্যায়, অধ্যাপিকা ড.সালেহা খাতুন ও নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল কে। নাব্যস্রোত প্রকাশনা সহযোগী সম্মান প্রদান করা হয় পগ্রেসিভ পাবলিশার্স-এর কর্নধার কমল মিত্র ও তপতী পাবলিশার্স এর কর্ণাধার রিংকু চক্রবর্তী কে। উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় নাব্যস্রোত পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান সম্পাদক ইয়াসিন খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here