নির্দিষ্ট সময়ের পূর্বেই বোরোবাঁধ কংসাবতীতে

0
69

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

kashibati bandh starting on appointed time
নিজস্ব চিত্র

কংসাবতীর জল ক্রমশ কমতে থাকায় যুদ্ধকালীন তৎপরতায় বোরোবাঁধ দেওয়া হল দাসপুর-১ নং ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুরে। কংসাবতীর শাখা কাঁকি খালের উপর এই বোরোবাঁধ প্রতি বছর দেওয়া হয় দাসপুর-১ পঞ্চায়েত সমিতির তত্বাবধানে।
এই বেঁধে রাখা জল ব্যবহার করে দাদপুর,যদুপুর,সামাট,হোসেনপুর,রামদেবপুর,জয়কৃষ্ণপুর,রাজনগর পূর্ব ও পশ্চিম এবং আনন্দগড়ের কৃষ জমিতে কৃষিকাজ চলে।পঞ্চায়েত সমিতি সূত্র মারফৎ জানা গেছে,সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝিতেই এই বোরোবাঁধ দেওয়া হয়। কিন্তু এবার নদীর জলস্তরের পরিস্থিতি দেখেই হট চট এই বাঁধ বাঁধাইয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন: ভাঙা এটিএম,উদাসীন কর্তৃপক্ষ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here