নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মোদী সরকার আদৌ তাঁদের ঘরে ফেরাতে চায় কিনা সে নিয়ে যথেষ্ট ধন্দে কাশ্মীরি পন্ডিতরা। নতুন জমি আইন নিয়ে ক্ষুব্ধ তাঁরা। কাশ্মীরে ভূমি আইন সংস্কার নিয়ে উপত্যকার রাজনৈতিক দলগুলি প্রবল বিক্ষুব্ধ। এবার কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন কাশ্মীরি পণ্ডিতরাও। কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন এই আইন সংস্কারকে তাঁদের কফিনে শেষ পেরেক পোঁতা হল বলে ব্যাখ্যা করেছেন।
আগের সরকার ও তাঁদের উপত্যকায় ফেরার ব্যবস্থা করতে পারেনি, আর মোদী সরকার তাঁদের উপত্যকায় ফেরা আরও কঠিন করে দিল। তাঁদের অভিযোগ, মোদী সরকার আদতে তাঁদের কাশ্মীর উপত্যকার বাইরে থাকা আরও সুনিশ্চিত করতে চাইছে।
পরিযায়ীদের পুনর্বাসন ও প্রত্যাবর্তন সংগঠনের চেয়ারম্যান সতীশ মহলদার জানিয়েছেন যে, ৩১ বছর ধরে তাঁরা ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন। মোদী সরকার তাঁদের আশা দেখিয়েছিল উপত্যকায় ফেরার বন্দোবস্ত করা হবে বলে, কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হেঁটে কাশ্মীরের জমি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র।
আরও পড়ুনঃ ছাত্রী খুনে অভিযুক্তর প্রকাশ্যে ফাঁসির দাবি রামদেবের
তাঁদের চিন্তা, এবার জমি মাফিয়ারা উপত্যকার মাটি দখল করবে আর তাঁদের মন্দির, ধর্মীয়স্থল, কাশ্মীরি পণ্ডিতদের যাবতীয় প্রতিষ্ঠান জমি মাফিয়ারা দখল করবে। তাঁদের দাবি, অবিলম্বে এই জমি বিক্রি নিষিদ্ধ করে সরকারকে সর্বাগ্রে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুনঃ ঘুষ কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বস্তি পেলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত
এই সিদ্ধান্তকে দুঃখজনক আখ্যা দিয়ে সংগঠনের চেয়ারম্যান বলেছেন, ৫ লক্ষ কাশ্মীরি পণ্ডিত ঘরছাড়া। সরকারের এই নীতির ফলে একদিন গোটা সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাবে। তিনি জানান, ৪১৯টি কাশ্মীরি পণ্ডিত পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে লিখিত দাবি জানিয়েছিল পুনর্বাসনের জন্য। কিন্তু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর কোনও হেলদোল নেই সরকারের।
কাশ্মীরি পণ্ডিতদের রাজনৈতিক সংগঠন ‘আপনি পার্টি’ জম্মু-কাশ্মীর মন্ত্রণালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। বিজেপি এবং এই কালা আইনের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ প্রদর্শনে নামবেন বলে জানিয়েছেন দলের নেতা বিক্রম মালহোত্রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584