অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতাল

0
105

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল আজ তথা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। গত দশ তারিখে একটি রোগীকে ডায়ালাইসিস করার জন্য এখানে আনা হয়।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

তারপর ১২ তারিখ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই রোগীটিকে বাঙ্গুর হাসপাতালে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। তবে গতকাল রাতে রিপোর্ট এসেছে ওই রোগী করোনা পজিটিভ।

আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব ছাড়াই গ্যাসের দোকানে ভিড় গ্রাহকদের, ক্ষুব্ধ মহকুমা শাসক

সেই অনুযায়ী স্বাস্থ্য দফতরের পরামর্শ মতো আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হল। যারা ভর্তি রয়েছে হাসপাতালে তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি নতুন করে কোন রোগী হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আপাতত বহির্বিভাগ সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন গেটে তালা মেরে রাখা হয়েছে। যদিও ইতিমধ্যেই হাসপাতালে থাকা রোগীদের আত্মীয়-পরিজন বিভিন্ন প্রাইভেট গাড়িতে করে, তাদের রোগীকে অন্যত্র নিয়ে যাচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here