করোনা আবহেই হয়ে গেল দূর্গার কাঠামো পুজো

0
58

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আবহেই শুরু হল শারদোৎসবের সূচনা। বাঙালির সেরা পার্বণ মানেই দূর্গা পুজো। শহরের বড় বড় ক্লাবগুলো এখনও দোটানায়।তবুও এর মাঝে আজ কাঠামো পুজোর মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ল মায়ের আগমনের। বালুরঘাট শহরের দক্ষিণ খাদিপুর পাড়ার শংকর স্মৃতি মন্দিরে দূর্গা পুজোর সূচনা হল আজ।

person | newsfront.co
ধীমান দে, সম্পাদক। নিজস্ব চিত্র

রীতি মেনেই মন্দির চত্বরে হল কাঠামো পুজো। এ বারে শংকর স্মৃতি মন্দিরের পুজো ৭৫ বর্ষে পদার্পণ করল। ৭৫ বছর ধরে শ্রী কৃষ্ণের জন্মদিনের এই জন্মাষ্টমীতেই বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর পাড়ার শংকর স্মৃতি মন্দিরে জাঁকজমক করে দূর্গার কাঠামো পুজো চলে এলেও করোনার ধাক্কায় এবারই প্রথম কাঠামো পুজো অনুষ্ঠিত হলেও উধাও জাঁকজমক অনুষ্ঠান।

dhak | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও এবার তাদের পুজোর ৭৫ বছর পূর্তি। ইচ্ছে ছিল সেই পুজো হবে অন্যান্য বছরের থেকে অনেক আলাদা ভাবে। করোনার ধাক্কায় এখন সেই ইচ্ছেটা শুধু ইচ্ছেতেই থেকে গেল বাস্তবের মুখ আর দেখলনা।

man | newsfront.co
জয়ন্ত ভট্টাচার্য্য, পুরোহিত। নিজস্ব চিত্র

আজ কাঠামো পুজোতে মানা হয় কোভিড প্রোটকলও। তাই আজ ইচ্ছে থাকলেও মন্দিরে ভক্ত সমাগম যাতে না হয় সেদিকে লক্ষ ছিল সবার। পাশাপাশি যে ক’জন মন্দিরে না থাকলেই নয় তাদের মধ্যে মেনে চলা হয় পারস্পারিক দূরত্ব। এমন পরিস্থিতি আগামী সেপ্টেম্বর ও অক্টোবরেও চলবে বলেই ধরে নিয়ে এবার দুগ্গা দুগ্গা করেই পুজো সারা হবে। অর্থাৎ কিনা নিয়মমাফিক পুজো হবে। হবে না পুজোকে ঘিরে চারদিনে কোন উৎসব। জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক ধীমান দে।

purohit | newsfront.co
চলছে কাঠামো পূজো। নিজস্ব চিত্র

অপরদিকে পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য্য জানান, আগের যিনি পুজো করতেন তিনি গত হওয়ায় এবারই তিনি প্রথম পুজো করছেন। এবার পুজো হয়তো হবে তবে তার জৌলুস থাকবে না। কাঠামো পুজো করে মা দূর্গার কাছে এই মারণ ভাইরাস করোনাকে দূর করে মা যেন সবার মঙ্গল করবার জন্য এই কাঠামোতে এসে অধিষ্টান করেন, সেটাই পুজোর মাধ্যমে তিনি মায়ের কাছে আহ্বান জানালেন বলে জয়ন্ত বাবু জানান।

আরও পড়ুনঃ বীরাঙ্গনা সন্মানে সন্মানিত করা হল আশাকর্মীদের

এমনিতেই এবার পুজো মলো মাসের কারণে আশ্বীন মাস থেকে পিছিয়ে কার্তিক মাসে হচ্ছে। করোনার ধাক্কায় অলিম্পিক, অস্কার থেকে এলোমেলো হয়ে গিয়েছে নববর্ষ, রথ এবং ইদ। এখন প্রশ্ন দূর্গা পুজো নিয়ে। এ বার কী হবে পুজোয়? ভক্তদের মন খারাপ। করোনা ভাইরাসের হানায় দুর্গা সহায় আজ বোধহয় নিজেই অসহায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here