নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জনসভা করেছিল বিজেপির অমিত শাহ,সেই জনসভা শেষ হতে না হতেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল গোটা কাঁথি এলাকা।সেই রণক্ষেত্রে ভাঙা হয়েছিল বহু বাস ও এমনকি তৃণমূলের দলীয় কার্যালয়, মোটরসাইকেল।
আহত হয়েছিল উভয় দলের বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক।এই পরিপ্রেক্ষিতে সমস্ত ঘটনার অভিযোগ তীর ছিল বিজেপির দিকে,অপরপক্ষে বিজেপির তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযোগের আঙ্গুল তোলে শাসক তৃণমূলের দিকে।এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতা আনিসুর রহমান ও তাঁর ছায়া সঙ্গী কৌশিক পান্ডার নামে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল।
আরও পড়ুনঃ ফের বিমান বন্দর থেকে ধৃত আনিসুর,গ্রেফতারের কারন নিয়ে ধোঁয়াশা
তারই পরিপ্রেক্ষিতে আনিসুর রহমান ও কৌশিক পান্ডার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দমদম এয়ারপোর্টের সামনে থেকেই আনিসুর রহমান ও তাঁর ছায়া সঙ্গী কৌশিক পাণ্ডাকে গ্রেপ্তার করল জেলা পুলিশ।আজ সকালে কাঁথি মহকুমা আদালতে তাদের তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন কাঁথি কাণ্ডে পাঁশকুড়া থানায় আনিসুর রহমান ও কৌশিক পান্ডার বিরুদ্ধে অভিযোগ দায়ের ছিল,সেই পরিপ্রেক্ষিতেই বিমানবন্দরের বাইরে থেকেই এই দুজনকে গ্রেপ্তার করা হয় বাকিদের খোঁজ চলছে।এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি তপন মাইতি জানান,সেই দিন সমস্ত ঘটনা তৃণমূলের গুন্ডা বাহিনী ঘাটাল আর দোষ এসে পড়ল বিজেপি কর্মী সমর্থকদের উপর,এটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের আইনের পরিস্থিতি।
মানুষ সব দেখছে সব বুঝছে।বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে চালাচ্ছে শাসক দল,২০১৯ এই সব বুঝিয়ে দেবে মানুষ,অপর দিকে তৃণমূলের জেলা সভাপতি অখিল গিরি জানান,গোটা ঘটনায় রাজনীতির কোনও যোগাযোগ নেই আইন আইনের পথে চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584