শ্যামল রায় বর্ধমান:
কাটোয়া পৌর এলাকায় একাধিক বিনোদনের জন্য পার্ক তৈরি হয়েছিল। সেই সব পার গুলো সংস্কারের অভাবে ক্রমেই যেন বেহাল হয়ে পড়ছে। পৌর এলাকার মানুষের অভিযোগ যে পৌর এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাধিক বার গুলো ক্রমেই যেন বেহাল হয়ে পড়ছে। জঞ্জালে জঙ্গলে ভরে গেছে।
কাটোয়া পৌরসভা এলাকার শ্রাবণী লজ এর সামনের পার্কটি সংস্কারের অভাবে একেবারে বেহাল হয়ে পড়েছে। পার্কে ঢুকলেই বুঝা যায় দীর্ঘদিন ধরে কোন রক্ষণাবেক্ষণ হয়না চারিদিক ঝরাপাতার স্তূপে ভরে উঠেছে যে সমস্ত নামিদামি গাছগুলো রয়েছে সবগুলোই পরিচর্যার অভাবে মৃতপ্রায়।
বসার জায়গা গুলো ভেঙ্গে চুরে চুরমার হয়ে পড়ছে।
পৌর ভবনের পাশের বিনোদন পার্টিও বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
মাঠ গুলিভর্তি কোথাও সবুজের চিহ্নমাত্র চোখে পড়ে না। বিনোদন পার্কের মধ্যে বসার চেয়ার বা অন্যান্য বিষয়গুলোও ক্রমেই যেন ভেঙে ভেঙে পড়ছে। যেকোনো সময় শিশুদেরও সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক অভিভাবকেরা।
শহরের বিনোদন পার্ক গুলোতে এক সময়ে প্রচুর জনসমাগম হতো এখন আর সেরকম নজরে পড়ে না।
তাই পৌর বাসিন্দারা দাবি তুলেছেন যে ঐ সমস্ত বেহাল বিনোদন পার্ক গুলো সংস্কার করা হোক এবং নতুনভাবে গড়ে তোলা হোক এর পরিকাঠামো। এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে পৌরসভা ইতিমধ্যেই শহরের বিনোদন পার্ক গুলো ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার বিদায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে পার্কগুলো ় সংস্কার করার জন্য টেন্ডার হয়ে গিয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584