মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার দাপটে এবছর সুসংবাদের থেকেও দুঃসংবাদ আসছে বেশি। সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন মনমরা পরিবেশের মধ্যেই সুসংবাদ বয়ে আনলেন এক বাঙালি চিত্র পরিচালক। ২০২০-র কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাঙালি পরিচালক অনীক চৌধুরীর পরিচালিত মালায়লাম ছবি ‘কাট্টি নৃত্যম’।
শুধু কি তাই?ডিসেম্বরের শেষে অস্কারের মার্গারেট হেরিক লাইব্রেরিতেও সংরক্ষণ করা হবে অনীকের এই পূর্ণদৈর্ঘ্যের মালায়লাম ছবিটির স্ক্রিপ্ট। এর আগেও অনীক চৌধুরী পরিচালিত ছবি ‘ক্যাকটাস’ জায়গা করে নিয়েছিল অস্কারের মার্গারেট হেরিক লাইব্রেরিতে।
এছাড়াও, এর আগে অনীক চৌধুরীর পরিচালিত ‘দ্য ওয়াইফস্ লেটার’, ‘হোয়াইট’ এবং ‘ক্যাকটাস’, এই তিনটি ছবিও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বহু পুরস্কারও অর্জন করেছে।
অনীক চৌধুরীর মালায়লাম ছবি ‘কাট্টি নৃত্যম’এর অর্থ হল ছুরি নৃত্য। ও হেনরির একটি ছোট গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। একটি ব্যর্থ কথাকালী নৃত্যশিল্পীর গল্প বলছে ‘কাট্টি নৃত্যম’। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কলকাতায়।
আরও পড়ুনঃ ওটিটি-তে আজ হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবীর আগমন
অনীক চৌধুরীর এই ছবিটি মূলত একটি থ্রিলিং জ্যঁর। মহাভারতের মূল প্রেক্ষাপটকে বর্তমান সময়ের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবির ট্রেলারে রয়েছে টানটান উত্তেজনা। তাই স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দর্শককূল।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল শ্রীনিবাসন, রুক্মিনী সরকার, সবুজ বর্ধন, অনুষ্কা চক্রবর্তী এবং অরিত্র সেনগুপ্ত। যদি দেশব্যপী করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ২০২১-এ ‘কাট্টি নৃত্যম’ বড়পর্দায় মুক্তি পেতে পারে বলে জানান পরিচালক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584