শ্যামল রায়, কাটোয়াঃ
পর্যাপ্ত বৃষ্টির ফলে ভাগীরথী নদীতে জল বেড়ে যাওয়ায় কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ হয়ে গেল।
সোমবার ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে যে বল্লভপাড়া ফেরিঘাটে কোনরকম স্থায়ী জেটি ব্যবস্থা না থাকার কারণে নৌকা বাঁধা সম্ভব নয়। এছাড়াও নদীর জলে অসংখ্য কচুরিপানা নোংরা আবর্জনায় ভরে যাতে নৌকার ইঞ্জিনে জড়িয়ে যেতে পারে ওই সমস্ত আবর্জনা তাই ফেরিঘাট কর্তৃপক্ষ নৌকা চলাচল বন্ধ করে দিল।
নৌকা চলাচল বন্ধ হবার ফলে শয়ে শয়ে যাত্রীসাধারণ সমস্যার মধ্যে পড়েছেন বলে অভিযোগ।
ঘাটের ইজারাদার অশোক সাহা জানিয়েছেন যে, এদিন সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির ফলে ভাগীরথী নদীতে জল অনেকটাই বেড়ে যায়। কাটোয়া ফেরিঘাটে স্থায়ী ঘাট থাকলেও বল্লভপাড়ায় কোনো স্থায়ী ঘাট নেই।
জানা গিয়েছে যে নদীয়া জেলার একটা অংশের সাধারণ মানুষ কাটোয়ায় যাতায়াত করে থাকেন এই ফেরিঘাট দিয়ে।
আরও পড়ুনঃ জলমগ্ন রায়গঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্যহত চিকিৎসা পরিষেবা
ভাগীরথীতে জল বেড়ে যাওয়ায় এইরকম সমস্যা বলে ফেরি চলাচল বন্ধ করে দিল যে ঘাট কর্তৃপক্ষ।
এরফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস কর্মী অনেকেই চরম সমস্যার মধ্যে পড়েছেন।
স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584