নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চুলবুল পাণ্ডের পর এবার বলিউডে হাজির মনোহর পাণ্ডে। আসল খবরটা দিই। বলিউডে পা রাখছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। চমকের ইতি এখানেই টানা সম্ভব নয়। কারণ এই প্রথম হিন্দি ছবির প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। ছবির নাম ‘মনোহর পাণ্ডে’।
অতিমারির কারণে বদলে গেছে মানুষের জীবন। বদলে গেছে সম্পর্ক, বদলেছে প্রেম। এই লকডাউনেই এক দম্পতির ঘরে দানা বাঁধে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই জায়গাটাকেই ধরতে চাইছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। সত্য ঘটনা সম্বল করেই তৈরি হবে এই ছবি।
আরও পড়ুনঃ হিন্দি ওয়েব সিরিজে বাংলার অভিনন্দন
সম্প্রতি সামনে এসেছে হিন্দি ছবির পোস্টার। জানা গিয়েছে, বিভিন্ন চরিত্রে ধরা দেবেন রঘুবীর যাদব, সৌরভ শুক্লা, সুপ্রিয়া পাঠক কাপুর প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনায় জিত গাঙ্গুলি।
টলিপাড়ায় ছবির শুটিং শুরু হল ২৭ জানুয়ারি থেকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584