নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইটে খোলা চিঠি দিলেন অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলি। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর সবই যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তখন সিনেমা হল খোলার বিষয়টিও বিবেচনা করে দেখা হোক।
Respected @narendramodi ji, I am Kaushik Ganguly, a filmmaker from Bengal & I write to you with a pressing request. Our diverse film fraternity has been entertaining audiences for decades, but due to the pandemic, people associated with theatres are in serious distress. (contd) pic.twitter.com/k7A40lLxy7
— Kaushik Ganguly (@KGunedited) September 19, 2020
কৌশিক লিখেছেন -“বদ্ধ এয়ারক্র্যাফটে যখন ঘণ্টার পর ঘণ্ট ট্রাভেল করা যাচ্ছে তখন সিনেমা হলের ১৪০ মিনিট ফিরিয়ে আনা কি অতই কঠিন? চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা আজ বিপন্ন। তাই তাঁদের কথা চিন্তা করে বিষয়টি ভেবে দেখা হোক।” এই বক্তব্যের সঙ্গে ‘সিনেমাওয়ালা’ ছবির দুটি স্টিল শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুনঃ মহালয়ায় ব্রহ্মাণ্ডের আগমন
কৌশিকের এই আবেদন রি-টুইট করেছেন সৃজিত মুখার্জি। এর আগেও সিনেমা হল খোলার দাবিতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দেব, নুসরত সহ আরও অনেকে। একে একে এই দাবিতে সোচ্চার হচ্ছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584