করোনার জেরে এই প্রথম তারাপীঠে বন্ধ কৌশিকী অমাবস্যার পুজো

0
57

পিয়ালী দাস, বীরভূমঃ

করোনা ব্যাধির জেরে এই প্রথম তারাপীঠে বন্ধ থাকবে কৌশিকী অমাবস্যার পুজো। মায়ের মন্দিরে নিত্য পুজো দিয়েই পালিত হবে কৌশিকী অমাবস্যা। গত তিন মাস বন্ধ ছিল তারাপীঠ মন্দির, যার জেরে চলতি বছরে রথযাত্রা হয়নি তারাপীঠে।

Conference | newsfront.co
নিজস্ব চিত্র

মন্দির খোলার পর থেকে এক প্রকার আঁচ পাওয়া যাচ্ছিল, এই পরিস্থিতিতে কৌশিকী অমাবস্যা কিভাবে সম্ভব হবে? আর তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে ছিল মন্দির কমিটি। আশঙ্কা ছিল কৌশিকী অমাবস্যায় এবার ভক্তদের সমাগম নিষিদ্ধ করা হবে। সোমবার প্রশাসনিক বৈঠক শেষে সেই আশঙ্কাই সত্যি হল।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়া ফিরিয়ে নিল ১৮০ কর্মীর জব অফার

করোনা সংক্রমণের জেরে কৌশিকী অমাবস্যার দিন ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হল, এমনটাই জানান তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সভাপতি তথা রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, পুলিশ সুপার শ্যাম সিং, মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের কৃষিমন্ত্রী তথা রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদের সভাপতি আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, আগামী আগস্ট মাসের ১২ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত পুনরায় মন্দির বন্ধ থাকবে, শুধু নিত্য পুজো করা হবে। কারণ কৌশিকী অমাবস্যার দিন ভারতবর্ষ থেকে প্রায় দশ লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু মানুষের জীবন সুরক্ষিত রাখতেই মন্দির চত্বরে জমায়েত করতে দেওয়া যাবে না।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “কৌশিকী অমাবস্যায় ভক্তদেরকে আমরা মন্দিরে প্রবেশের অনুমতি দিতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু দ্বিতীয় কোন উপায় নেই। কারণ যে মহামারী মানুষের জীবনকে গ্রাস করে নিচ্ছে সেখান থেকে ভক্তদের জীবন সুরক্ষিত করতে এই কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here