পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধিদল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন । জানা গিয়েছে এদিন রায়গঞ্জের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ গৌতম মন্ডল, রায়গঞ্জ গভমেন্ট মেডিক্যাল হাসপাতালের কোয়ালিটি ম্যানেজার ডাঃ মধূসুদন দাস, ডেপুটি নার্সিং সুপারেন্টেড অজন্তা মজুমদারের তিন সদস্যের প্রতিনিধি দল এদিন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সাথে ছিলেন হাসপাতালের সুপার প্রকাশ রায়। আপৎকালীন পরিষেবা থেকে শুরু করে আউটডোর, মেডিসিন স্টোর,অপারেশন থিয়েটার, প্যাথলাব, এক্সরে বিভাগ থেকে শুরু করে পুরুষ ও মহিলা বিভাগ ও শিশু বিভাগ একে একে সবই পরিদর্শন করেন এই প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে ডাঃ গৌতম মন্ডল জানান,”রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিনে কায়াকল্প প্রকল্পের অন্তভূক্ত রাজ্যের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনের শেষে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট দেওয়া হবে।সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোকে পুরস্কৃত করা হবে।” পরিদর্শনের শেষে ডাঃ গৌতম মন্ডল জানান কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। চিকিৎসকের সংখ্যাও বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন: অব্যাহত বাইসনের তান্ডব,আহত তিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584