মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
দেশজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি প্রত্যেকটি মানুষ। তবে সরকারের এই নির্দেশাবলি অমান্য করে অনেককেই রাস্তায় বেরতে দেখা যাচ্ছে। আর তাতেই অসন্তুষ্ট হলেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী।
দেশের এই টালমাটাল পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে একটি ভিডিও তৈরি করে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। এরপরই ভাইরাল হয় মিমি চক্রবর্তীর এই ভিডিও। নিজের ছবির একটি ক্লিপিংসে সচেতনতামূলক সংলাপ বসিয়ে ভিডিওটি তৈরি করেন তিনি। ছবিতে মিমির বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা যশ দাশগুপ্তকে।
Our CM showed us the way..
Remember whn u are stepping out for essentials.#SocialDistanacing #BeSafeOutThere pic.twitter.com/grvNE9O6FV— Mimssi (@mimichakraborty) March 29, 2020
ভিডিওটিতে প্রথমে দেখা যাচ্ছে বাজারে মানুষের দূরত্ব বজায় রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় চক দিয়ে গন্ডি কেটে দিচ্ছেন। এরপরই মিমি যশকে দেখা যাচ্ছে। মিমি বলছেন, “মেপে নিয়েছ তো! ঠিক এতটাই দূরত্ব রাখবে বাজার করতে গেলে। এর চেয়ে ১ইঞ্চিও কম হলে সোজা বেলেঘাটা আইডিতে পাঠাব।”
আরও পড়ুনঃ সাংবাদিকদের সুরক্ষায় উদ্যোগী অভিনেতা
লকডাউনের সময় প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে গেলে মানুষকে দূরত্ব বজায় রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সে কথা শুনছে কে? বাজারে গেলে একজায়গায় ভিড় জমাচ্ছেন অনেকেই। আর এতেই ক্ষুব্ধ হয়ে এই ভিডিওটি বানিয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা দিলেন সাংসদ মিমি চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584