তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে মজে যাওয়া সাতটি ক্যানেলের সংস্কারের কাজ শুরু জরা হল।ব্লকের বরুন অঞ্চলের আটিয়া গ্রামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পের অধিনে গ্রামের মানুষদের আর্থিক ও সামাজিক দিক থেকে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হচ্ছে। সেই মতে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন আটিয়া গ্রামে মহাত্মাগান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের অধিনে ক্যানেল কাটার কাজ শুরু হয়। এদিন আটিয়া থেকে ব্লকের মোট ৭ টি ক্যানেলের কাটার কাজের সূচনা করেন জেলা প্রকল্প আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেবসিংহ,সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন কুমার ধারা,জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা সহ অন্যানরা।এদিন জেলা প্রকল্প আধিকারিক সুভ্রজিত গুপ্ত জানান,রাজ্যে সরকারের উদ্যোগে গ্রামের মানুষদের আর্থিক ও সামাজিক নিশ্চয়তা করতে কালিয়াগঞ্জ ব্লকের ৭ টি ক্যানেলের সংস্কারের কাজ শুরু করা হল আজ থেকে।এক কাজ সম্পন্ন হলে একদিকে পরিবেশ রক্ষায় কাজ যেমন হবে তেমনি এলাকার দিনমজুরেরা কাজ পাবার সুযোগ পাবে।এছাড়াও সারা বছর ধরে জল ধরে রাখা হলে এ সেচ সেবিত এলাকার কৃষ কেরা অসময়ে কৃষি কাজে সহায়তা পেতে পারবে।
আরও পড়ুন: অর্থাভাবে সিলিন্ডার রিফিল করতে পারছে না উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তারা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584