প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ
বিশ্ব ব্যাডমিন্টনের এক নম্বর খেলোয়াড় তিনি। জাপানের কেন্তো মোমোতো। এই করোনার আবহে যখন রিও অলিম্পিক পিছিয়ে গিয়েছে, তখন তিনি ২০২৪ সালের অলিম্পিকে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে দুটি বিশ্বকাপ টাইটেল, দুটি এশিয়ান চ্যাম্পিয়ানশিপ, এবং একটি অল ইংলন্ড চ্যাম্পিয়ান শিপের সোনার পদক।
তবে এই জাপানি শাটলার তাঁর কেরিয়ারে যেভাবে ৩৩টি টাইটেল জিতেছেন, সেগুলোর মধ্যে অলিম্পিক নেই। তাই রিও অলিম্পিক নয়, আগামী টোকিও অলিম্পিককে পাখির চোখ করেছেন তিনি। সদ্য ডেনমার্কের প্রতিযোগীকে হারিয়ে মালয়েশিয়া মাষ্টার্স জিতেছেন।
কিন্তু তারপরেই কুয়ালা লামপুরের কাছে এক ভয়াবহ গাড়ি দূর্ঘটনায় তিনি নিজে অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তাঁর গাড়ির চালক অবশ্য এই দূর্ঘটনায় মারা গিয়েছেন। তবে দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে বিশ্রাম নিয়ে এখন বাড়িতে রয়েছেন মোমোতো। গত বছরও কোর্টে নেমে দারুন ফর্মে ছিলেন কেন্তো মোমোতো।
আরও পড়ুনঃ করোনার মাঝেই দর্শক শূন্য মাঠে জার্মানিতে শুরু বুন্দেশলিগা
২৫ বছর বয়সি এই শাটলার বিশ্ব খেতাব, এশিয়ান চ্যাম্পিয়ানশিপ, অল ইংল্যান্ড ওপেনে বিছিয়ে দিয়েছেন তিনিই এখন ব্যাডমিনটনের বিশ্বসেরা খেলোয়াড়। সব ঠিক থাকলে ২০১৪ সালের অলিম্পিকে নামছেন তিনি। বড় প্রতিযোগিতার আগে এই পথ দূর্ঘটনা তাঁকে সাময়িকভাবে প্রস্তুতিতে নিসন্দেহে একটা বড় ধাক্কা। এখন সেই ধাক্কা কাটিয়ে ওঠা মোমোতোর কাছে একটা বড় চ্যালেঞ্জ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584