Tokyo Paralympics: আবারও পদক ভারতের ঘরে, প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা জিতলেন মণীশ

0
16

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

টোকিও অলিম্পিক থেকে সবচেয়ে বেশি পদক এসেছিল ভারতে। এবার প্যারালিম্পিক্সেও একের পর এক পদক আসছে ভারতের ঘরে। যা ছাপিয়ে যাচ্ছে অলিম্পিককেও। তিরন্দাজি থেকে শ্যুটিং, সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নয়া ইতিহাস। আর সেই সঙ্গে বেড়েই চলেছে পদকের সংখ্যা। সোনা, রুপো, ব্রোঞ্জে ভরে যাচ্ছে ভারতের ঝুলি।

Manish Narwal
মণীশ নরওয়াল

শনিবার প্যারালিম্পিক্সের ময়দানে ফের শ্যুটিংয়ে এল সোনা এবং রুপো। ফাইনালে স্বর্ণপদক জিতলেন মণীশ নরওয়াল। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতে নিলেন সিংহরাজ অধানা। কয়েকদিন আগেই প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অবনী লেখারা।

শনিবার মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টের ফাইনালে ভারতীয় প্রতিপক্ষ সিংহরাজকে পিছনে ফেলে সোনা জিতলেন ১৯ বছরের মণীশ। এই ভারতীয় শ্যুটারের কাছে হেরে গিয়ে রুপো জয় করলেন ভারতীয় অ্যাথলিট সিংহরাজ আধানা।

ছেলের সাফল্যে খুশি সিংহরাজের পরিবার। দুই ভারতীয় অ্যাথলিটক মণীশ ও সিংহরাজকে পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের হাত ধরেই চলতি প্যারালিম্পিকে ১৪ এবং ১৫ তম পদকটি এল ভারতে। যা প্যারালিম্পিকের ইতিহাসে এই প্রথম।

আরও পড়ুনঃ বাংলাদেশের স্বপ্নের দৌড় অব্যাহত, ৪ রানে হারাল নিউজিল্যান্ডকে

এদিকে, আজ শনিবার স্বর্ণপদককে পাখির চোখ করে ভারতীয় অ্যাথলিট প্রমোদ ভগত নামবেন প্যারালিম্পিক্সের ময়দানে। দিনের শুরুতেই ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এসএল৩ ক্লাসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করেছেন প্রমোদ। জাপানের ডাইসুকেকে স্ট্রেট গেমে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেছেন ভারতীয় অ্যাথলিট প্রমোদ। মাত্র ৩৬ মিনিটেই লড়াই জিতে নেন তিনি। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১১, ২১-১৬।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here