নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
লাক্ষাদ্বীপ প্রশাসনকে জোর ধাক্কা দিয়ে মঙ্গলবার কেরালা হাই কোর্ট প্রশাসনের দুই বিতর্কিত নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল। দুই নির্দেশিকার প্রথমটা ছিল মধ্যাহ্নভোজন থেকে মুরগির মাংস ও গোমাংস বাতিল। দ্বিতীয়টি ছিল দ্বীপের সমস্ত ডেয়ারি ফার্ম গুলোকে বন্ধ করে দেওয়া।
এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে আদালত কারণ জানতে চাইলে কেন্দ্র উত্তর দেয় যে মাংস মজুদ রাখার ব্যবস্থা না থাকার দরুন খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মাংস। অন্যদিকে আর্থিকভাবে লাভ না হওয়ার কারণেই ডেয়ারি ফার্ম গুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদালকে জানায় লাক্ষাদ্বীপ প্রশাসন।
BREAKING : Kerala High Court Stays Orders Of Lakshadweep Administration To Close Down Dairy Farms & Remove Meat From School Children's Diet https://t.co/4XGfjnvh4j
— Live Law (@LiveLawIndia) June 22, 2021
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে নারদ মামলার পরবর্তী শুনানি ২৫ শে জুন
তবে আদালত প্রশাসনের এই যুক্তি মানতে রাজি হয়নি ও আপাতত বিতর্কিত দুই নির্দেশিকা স্থগিত রাখার নির্দেশ দেয়। লাক্ষাদ্বীপের প্রশাসক হিসেবে গুজরাটের প্রাক্তন মন্ত্রী প্রফুল খোদা প্যাটেলের নিযুক্তির পর থেকেই দ্বীপের সভ্যতা ও সংস্কৃতির উপর আঘাত হানার অভিযোগ উঠছে বারবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584