নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নতুন তথ্য-প্রযুক্তি আইনের আওতায় সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র, রায় কেরল হাইকোর্টের। কেরল হাইকোর্টে নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশনের দায়ের করা একটি মামলায় এই নির্দেশ দেয় আদালত।
নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশনের পিটিশনে বলা হয়, কেন্দ্রের নতুন তথ্য-প্রযুক্তি আইনে সরকারের হাতে মাত্রাতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে যা অযৌক্তিক ও অবৈধভাবে মিডিয়ার স্বাধীনতা হরণ করবে। পাশাপাশি আবেদনে এও বলা হয় ডিজিটাল মিডিয়ার প্রতি এই নির্দেশিকা ভারতীয় সংবিধানের ১৪ এবং ১৯ ধারা লঙ্ঘন করছে। এমনকি এই আইন অনুযায়ী অভিযোগ য প্রতিবিধানের যে পদ্ধতির কথা বলা হয়েছে তা সংবাদ কর্মীদের কাছে ভীতিপ্রদ।
আরও পড়ুনঃ হাজিরা দিলেও আইনব্যবস্থা সংক্রান্ত উত্তর দিতে বাধ্য নয় ফেসবুক : সুপ্রীম কোর্ট
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘সুরুচি সম্পন্ন’, ‘ ঔদ্ধত্বপূর্ণ’ এই শব্দগুলি খুবই অসম্পূর্ণ , অনিশ্চিত মানে বহন করে। ফলে, সুপ্রীম কোর্টের নির্দেশের ব্যঞ্জনা অনুযায়ী সংবাদমাধ্যমের ‘কন্টেন্ট’ বিবেচিত হয় না। এছাড়া বিভিন্ন ডিজিটাল নিউজ মিডিয়া দেশের বিভিন্ন হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তি আইন ২০২১- এর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ডেটা সুরক্ষা বিল প্রকাশ হওয়ার পরেই প্রাইভেসি পলিসি পরিবর্তন, জানাল হোয়াটসঅ্যাপ
সামগ্রিক পরিস্থিতি বিবেচনার পরে আদালত কেন্দ্রকে নয়া আইটি নির্দেশিকার আওতায় সংবাদ চ্যানেলগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি বিচারপতি পিবি সুরেশ কুমার এই বিষয়ে অবস্থান স্পষ্ট করার জন্য নোটিশও পাঠিয়েছেন কেন্দ্রকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584