নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা অতিমারিতে চরম ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসা ও এই ব্যবসার সঙ্গে জড়িত মানুষেরা। কোচির বাসিন্দা রয়সন জোসেফ, টুরিস্ট বাস মালিক এই পরিস্থিতিতে পড়ে তাঁর ২০ টি বাস কিলো দরে বিক্রি করে দিতে বাধ্য হলেন কারণ যে ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে তা থেকে আর বেরোতে পারছেন না তিনি। কেরালার সাইট সিয়িং এর জন্য এই বাস গুলি ভাড়া দিতেন তিনি। সব কটি লাক্সারি বাসের মধ্যে রয়েছে স্লিপার ও সেমি স্লিপার কোচও, কিন্তু ব্যবসা নেই – নেই গত দুবছরের ক্ষতি সামলে ওঠার মত অর্থ।
কন্ট্রাক্ট ক্যারেজ অপারেটর্স অ্যাসোসিয়েশন কেরালা (CCOA) একটি ফেসবুক পোস্ট করে যেখানে বলা হয় ‘ ৪৫টাকা কেজি দরে টুরিস্ট বাস বিক্রি আছে’। তা থেকেই ছড়িয়ে পরে বিষয়টি। রয়সন জানিয়েছেন, যখন কোভিডের কারণে তাঁদের ব্যবসা পুরোপুরি বন্ধ ছিল তখনো তাঁর মত সব বাস অপারেটররাই বাধ্য হয়েছেন সমস্ত ট্যাক্স,ইন্সিওরেন্স, কর্মচারীদের বেতন ও বাসের যাবতীয় রক্ষণাবেক্ষণের খরচ চালাতে হয়েছে নিজেদের পকেট থেকে।
স্থানীয় সংবাদমাধ্যমকে রয়সন জানিয়েছেন, “ সংসার চালাতে ইতিমধ্যেই ২০টি বাস বিক্রি করে দিয়েছি ওজন দরে। আমাদের কর্মচারীরাও যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন।“ তিনি আরো বলেন, “একেকটি বাসের জন্য প্রায় ৪০ হাজার টাকা ট্যাক্স, জ্বালানীর ওপরেও ট্যাক্স দিতে হয়েছে, ৮০ হাজার টাকা ইন্সিওরেন্স দিতে হয়। তারপরেও কোন কারণ ছাড়া মাঝরাস্তা থেকে যখন তখন বাস নিয়ে যায় পুলিশ। এই পরিস্থিতিতে ব্যবসা চালানো অসম্ভব।“
আরও পড়ুনঃ ‘অজানা’ অসুখে ভেন্টিলেটরে থাকার পরে এখন সুস্থ হচ্ছেন মার্কিন ফিটনেস ইনফ্লুয়েন্সার লেক্সি রিড
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584