কেরালায় DYFI- এর স্ট্রিট ফুড ফেস্টিভাল বিজেপি-আরএসএসের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ

0
74

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি কেরালায় সিপিআইএম-এর যুব সংগঠন DYFI রাজ্যের সমস্ত বড় শহর জুড়ে আয়োজন করে একটি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। এটি যে শুধুমাত্র ফুড ফেস্টিভ্যাল হিসেবে আয়োজন করা হয় এমনটা কিন্তু নয়, সম্পূর্ণ বিষয়টিই ছিল বিজেপি ও সঙ্ঘ পরিবারের নীতির বিরুদ্ধে DYFI-এর একটি রাজনৈতিক বার্তা।

Kerala Food festival
DYFI কেরালার স্ট্রিট ফুড ফেস্টিভাল, ছবিঃ দ্য ওয়্যার

গোটা কেরালা জুড়ে গত ২৫ নভেম্বর সমস্ত বড় শহরের রাস্তায় একটি বিনামূল্যে বুফে-র ব্যবস্থা করে সিপিআইএম-এর যুব সংগঠন। তার মধ্যে রাখা হয় মালয়ালিদের সব ধরণের প্রিয় খাবার। গরুর মাংস, মাটন, চিকেন এবং শুকরের মাংসের বিভিন্ন পদ রাখা হয় এদিনের অনুষ্ঠানে। উল্লেখ্য, ‘হালাল’ – লেখা বোর্ডও ঝোলানো হয় ছড়িয়ে ছিটিয়ে।

এখন প্রশ্ন উঠতেই পারে যে এ কেমন রাজনৈতিক এজেন্ডা! সেক্ষেত্রে জানতে হবেএর প্রেক্ষাপট। বিষয়টি শুরু হয়েছিল উল্লালের খাজি ফজলা কোয়াম্মা থাঙ্গালের পোস্ট করা একটি ভিডিও কে ঘিরে। সেই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের কুমন্তব্য উঠে আসে হালাল বিতর্কও। আর সংখ্যা লঘু সম্প্রদায়ের খাদ্যাভ্যাস বিজেপি বা সঙ্ঘ পরিবারের দীর্ঘদিনের ‘টার্গেট’’।

ঠিক এর বিরুদ্ধেই প্রতিবাদ জানায় DYFI, রাজ্য সম্পাদক এএ রহিম বলেন, “ আমাদের প্রতিবাদ খাদ্যের সাথে ধর্ম- কে মেলানোর বিরুদ্ধে। প্রত্যেকের সাংবিধানিক অধিকার রয়েছে নিজের পছন্দ মত খাবার বেছে নেওয়ার। সেই অধিকারে আঘাত হানতে চায় বিজেপি ও তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলি।“

আরও পড়ুনঃ সন্দেহজনক এনকাউন্টারগুলি অপরাধ কমানোর পথ নয়, দিল্লি পুলিশকে তিরস্কার আদালতের

তিনি আরও বলেন, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির কাঠামোকে নষ্ট হতে দেবে না DYFI, হালাল বিতর্কও এর একটি অংশ। প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বেছে নেওয়ার অধিকার আছে আর তা সঙ্ঘ পরিবারের নির্দিষ্ট করে দেওয়া নীতির উপর চলবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here