নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে কেরালা মহিলা কংগ্রেস নেত্রী লতিকা সুভাষের পদত্যাগ, দলীয় কার্যালয়ের সামনে মাথার চুল কেটে অভিনব প্রতিবাদ।
কেরালা বিধানসভা নির্বাচনে টিকিট দিলো না দল। প্রার্থী হতে চেয়েছিলেন এট্টুমানুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু পূর্ণ হলো না আশা। ক্ষোভে পদত্যাগ করলেন কেরালার মহিলা কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। শুধু পদত্যাগ নয়, দলীয় কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদে নামলেন ৫৫ বছর বয়সী। অভিযোগ প্রার্থী তালিকায় যথেষ্ট সংখ্যায় মহিলা প্রতিনিধিত্ব নেই ।
তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে যাঁরা কংগ্রেসের লড়াকু মহিলা কর্মী তাঁদের অবহেলা করেছে দল। ৮৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস তার মধ্যে মাত্র ৯ জন মহিলা প্রার্থী। পদত্যাগের পাশাপাশি সুভাষ জানিয়েছেন তাঁর কোন পরিকল্পনা নেই অন্য দলে যোগ দেওয়ার বা নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করার।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন শমীক-জয়প্রকাশ
কেরালা কংগ্রেসের রাজ্য সভাপতি মুলাপাল্লি রামচন্দ্রণ এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন সুভাষ কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী এবং দল তাঁকে আদৌ অবহেলা করেনি।
আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির চেয়ে লাভ জিহাদ বেশি গুরুত্ব পেল আসানসোলে নরোত্তমের ভাষণে
রামচন্দ্রণ আরও বলেন, “এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী করা সম্ভব হয়নি কিন্তু তা একেবারেই ইচ্ছাকৃতভাবে সুভাষকে অবহেলা করা নয়। তিনি এট্টুমানুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ঠিকই কিন্তু ওই আসনটি জোটসঙ্গী কেরালা কংগ্রেস(এম) জোসেফ গোষ্ঠীকে ছাড়া হয়েছে। দল লতিকা সুভাষকে পরবর্তীকালে নিশ্চই সুযোগ দেবে।”
কেরালা বিধানসভার বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা জানিয়েছেন দল সাধ্যমত চেষ্টা করেছে সকলকে সুযোগ দেওয়ার। তা সত্বেও অনেক যোগ্য নেতানেত্রীকেই এবারের নির্বাচনে প্রার্থী করা সম্ভব হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584