নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউন ঘোষণার ফলে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানা ও ভগবানপুর থানার বেশকিছু এলাকার ছেলে, বিল্ডিং লাইনে কাজ করতে গিয়ে কেরালাতে আটকে পড়ে বেশ কিছু শ্রমিক। তাই অসহায় অবস্থায় ভিন রাজ্যে থেকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা জন্য সরকারের কাছে আর্জি জানায় তাঁরা ।
সেই আর্জির পাশাপাশি, তাঁরা ঠিকমতো খেতেও পারছে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে সোশ্যাল সাইডে একটা ভিডিও পোস্ট করে তাঁরা। ভিন রাজ্যে থাকা শ্রমিকদের কাছে যেটুকু চাল সংগ্রহ করা ছিল, তাই দিয়ে তাঁরা নিজেদের বাঁচানোর তাগিদে ক্ষুধা নিবারণ করছে।
আরও পড়ুনঃ পুলিশী হেনস্থার প্রতিবাদে হাসপাতাল সুপারের অফিসে বিক্ষোভ গ্রুপ ডি কর্মীদের
এক প্রকার জীবন লড়াই করে তাঁরা রয়েছে, নিজেদের ভিটেমাটি ছেড়ে তাঁদের কর্মক্ষেত্র কেরালায়। বর্তমানে তাঁরা সংকটে পড়ে বাড়ি ফিরতে চেয়ে একটি ভিডিও বার্তা পাঠায়, গ্রামেরই কিছু যুবকের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে যথেষ্ট চিন্তিত তাঁদের পরিবার-পরিজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584