নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমণে গত কয়েকদিন আগে আক্রান্ত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ ব্লকের বিডিও। এবার করোনায় আক্রান্ত হলেন কেশিয়াড়ী ব্লকের বিডিও। রবিবার গভীর রাতে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খবর জানা গেছে।

গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন তাঁর স্ত্রী, সেখান থেকে তিনি কেশিয়াড়ী আসেন। ফিরে আসার পর অফিস সংলগ্ন কোয়ার্টারে থেকে তিনি অফিসের কাজ সামলাচ্ছিলেন।
আরও পড়ুনঃ বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে রেলমন্ত্রক
এরপর শরীরে কিছু উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য বেলদা গ্রামীণ হাসপাতালে তাঁর লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। রবিবার গভীর রাতে সেই নমুনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ব্লক অফিস ও লাগোয়া বাস ভবন কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে সিল করে দিয়েছে প্রশাসন।
শীঘ্রই জীবাণু মুক্ত করা হবে পুরো ব্লক অফিস চত্বর। আক্রান্ত বিডিওকে শালবনিতে কোভিড হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হচ্ছে। তবে দীর্ঘদিন ব্লক অফিস বন্ধ করে দিলে কিভাবে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছানো যাবে তার বিকল্প ব্যবস্হার খোঁজে রয়েছে জেলা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584