জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের খাদি বস্ত্র শিল্প এগিয়ে নিয়ে যেতে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বিশেষ নজর দিতে বলেছেন। সেই বস্ত্র শিল্প চাহিদা বাড়াতে জোনাল স্তরে খাদি মেলা ২০২২ এর শুভ উদ্বোধন হলো বহরমপুরে। শনিবার বিকেলে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে এই মেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী।
জেলা শাসক বলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় খাদির ষ্টল দেওয়া হয়েছে। এই মেলায় মোট ১২৫ টি ষ্টল রয়েছে। আগামী ১৩ ই ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। মেলায় খাদি, সিল্ক সহ নানা দ্রব্যের দোকান রয়েছে। এবার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার বেচাকেনা হতে পারে বলে আশা খাদি কর্তা ও জেলাশাসকের। এই মেলায় মুর্শিদাবাদ জেলা সহ আরও ৯ টি জেলার খাদির দোকানদারেরা দোকান দিয়েছেন।
আরও পড়ুনঃ সাধারণ মানুষকে আইনি সহযোগিতার হাত বাড়াতে সোশ্যাল জাস্টিসের প্রথম সভা বহরমপুরে
উল্লেখ্য গত দুবছর কোভিডের কারণে খাদি বস্ত্র শিল্পের কিছুটা বাজার কমেছে ফলে কুটির শিল্পে আর্থিক অনটন দেখা দিয়েছে। সেই সমস্যা কাটিয়ে খাদি বস্ত্র শিল্পের চাহিদা বাড়াতে এই মেলা নতুন দিশা দেখাবে বলে আশা করা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584