মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল আমলে সব থেকে বঞ্চিত হয়েছেন আদিবাসীরা। আজ কোচবিহারে এসে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ খগেন মুর্মু। জঙ্গলমহল থেকে ডুয়ার্স, রাজ্যের সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা গুলোতে চষে বেড়াচ্ছেন খগেন মুর্মু।
আগামী বিধানসভা নির্বাচনে আদিবাসী অধ্যুষিত এলাকা গুলোতে বিজেপির জয় নিশ্চিত বলেও এদিন দাবি করেছেন তিনি।খগেন মুর্মু বলেন, “তৃণমূল নেত্রী বলতেন জঙ্গলমহল আর পাহাড় হাসছে। কিন্তু সেটা যে সঠিক ছিল না। তা লোকসভা নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে।
আরও পড়ুনঃ গৃহীত হল শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র
লোকসভা নির্বাচনে জঙ্গলমহল ও পাহাড় দুই জায়গাতেই সেখানকার বঞ্চিত মানুষ ভোটের মাধ্যমে তাঁদের মনে পুষে রাখা ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন।”তিনি আরও বলেন, “রাজ্য সরকার কার্যত কোন নিয়োগ করতে পারছে না।
আরও পড়ুনঃ রাজ্যপালকে মহিলা সাংস্কৃতিক সংগঠনের স্মারকলিপি
যে দুই একটি নিয়োগ হয়েছে বা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। ফলে আদিবাসী গরীব মানুষ টাকা দিতে না পেরে বঞ্চিত থেকে যাচ্ছেন।” পাহাড় জঙ্গলে বন সহায়ক পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে আদিবাসীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584